ভিকটিম ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বার্থী (গাইনেরপাড়) গ্রামের বাবুল ফকিরের ছেলে নছিমন চালক শাহাদাত হোসেন ফকিরের (৩০) সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
গত জানুয়ারিতে তরুণী কর্মস্থল জর্ডান থেকে দেশে ফেরেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে শাহাদাত ঢাকার এক বাসায় আটকে রেখে ধর্ষণ করে। ভিকটিম কোনোমতে সেখান থেকে পালিয়ে আসেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ভিকটিম মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এমএস/আরআর