ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জঙ্গি নিলয়ের তথ্যে অস্ত্র ও গুলি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫২, এপ্রিল ৩, ২০১৮
জঙ্গি নিলয়ের তথ্যে অস্ত্র ও গুলি উদ্ধার উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম

ঢাকা: নব্য জেএমবির আকরাম হোসেন খান নিলয়ের দেওয়া তথ্যে রাজধানীর পল্লবীর একটি খাল থেকে বোমা তৈরির সরঞ্জাম, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

মঙ্গলবার (০৩ এপ্রিল) বিষয়টি বাংলানিউজকে জানান ডিএমপির সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী।

তিনি জানান, সিটিটিসির হেফাজতে থাকা নিলয়ের দেওয়া তথ্য ও দেখানো স্থান থেকে সোমবার অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে- একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, একটি লোহার গ্রেনেডের কনটেইনার, পাঁচ প্যাকেট বেয়ারিং বল যার ওজন অনুমান ৭০০ গ্রাম, দুটি ব্যাটারি, দুটি টগল সুইচ, ১০৫টি ডেটোনেটর। এসব সরঞ্জামাদি পলিথিন মোড়ানো অবস্থায় খালের পানিতে ডুবানো ছিলো।

গত ২১ মার্চ আকরাম হোসেন খান নিলয় (২৪) ও তার সঙ্গী হাদিসুর রহমান সাগরকে (৩৬) বগুড়ার শিবগঞ্জে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।