অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক পূর্ব বিভাগের উপ-কমিশনার (ডিসি) ড. এ এইচ এম কামরুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনা এড়াতে, সড়কে নিরাপদ যান চলাচল মনিটরিং ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সিসি ক্যামেরার এ ডিজিটাল ব্যবস্থপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পর্যায়ক্রমে ঢাকার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, দেশে এই প্রথম স্ব-উদ্যোগে রামপুরা ট্রাফিক জোনকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন- ট্রাফিক পূর্ব বিভাগের এডিসি (প্রশাসন) সাইদুল ইসলাম, এসি (সবুজবাগ) মো. রাকিবুল হাসান, এসি ট্রাফিক (ডেমরা) আলী আকবর শরীফ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
পিএম/আরআর