ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনার আওতায় রামপুরা ট্রাফিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪১, এপ্রিল ৩, ২০১৮
ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনার আওতায় রামপুরা ট্রাফিক রামপুরা জোনে ট্রাফিক ব্যবস্থাপনার উদ্বোধন-ছবি-বাংলানিউজ

ঢাকা: রামপুরা ট্রাফিক জোন এখন পুরোপুরি সিসিটিভি ক্যামেরার আওতায়। মঙ্গলবার (৩ এপ্রিল) রামপুরা সহকারী পুলিশ কমিশনার (এসি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক পূর্ব বিভাগের উপ-কমিশনার (ডিসি) ড. এ এইচ এম কামরুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনা এড়াতে, সড়কে নিরাপদ যান চলাচল মনিটরিং ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সিসি ক্যামেরার এ ডিজিটাল ব্যবস্থপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পর্যায়ক্রমে ঢাকার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, দেশে এই প্রথম স্ব-উদ্যোগে রামপুরা ট্রাফিক জোনকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

ট্রাফিক ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশন করে জনগণকে সেবা দেওয়াই আমাদের লক্ষ্য।

এসময় আরও উপস্থিত ছিলেন- ট্রাফিক পূর্ব বিভাগের এডিসি (প্রশাসন) সাইদুল ইসলাম, এসি (সবুজবাগ) মো. রাকিবুল হাসান, এসি ট্রাফিক (ডেমরা) আলী আকবর শরীফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
পিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।