মাগুরা: মাগুরা পাসপোর্ট অফিসের দুই দালালকে আটক করে একজনকে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্র্যামমাণ আদালত। এছাড়া আটক আরেক দালাল অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (০৩ এপ্রিল) বিকেলে মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান এ দণ্ড দেন।
ইউএনও বাংলানিউজকে বলেন, সাদা পোশাকধারী পুলিশ মাগুরা শহরের সাহাপাড়ায় পাসপোর্ট আফিসের সামন থেকে চিন্ময় ভট্টাচার্য ও ফনিভূষণ নামে দুই দালালকে আটক করে।
পরে পুলিশ আমাকে অবহিত করলে আমি ঘটনাস্থলে গিয়ে আটক দুই জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রথমে ফনিভুষণকে ৭ দিনের কারাদণ্ড দেই। এ সময় অপর আটক চিন্ময় অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
টিএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।