ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

এইচএসসি’র ভুয়া প্রশ্নের প্রলোভন, আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৩, এপ্রিল ৩, ২০১৮
এইচএসসি’র ভুয়া প্রশ্নের প্রলোভন, আটক ১ আটক আল ফাহাদ

ঢাকা: চলমান এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আল ফাহাদ (২৪) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (৩ এপ্রিল) টঙ্গীর কলেজ গেট দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
 
র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল সারোয়ার বিন কাশেম জানান, আটক ফাহাদের কাছ থেকে ভুয়া প্রশ্নপত্র সরবরাহের কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা মোবাইল ফোন ও ব্যবহৃত সিমকার্ডের তথ্য বিশ্লেষণ করে ফেসবুকে ভুয়া প্রশ্নপত্র সরবরাহের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
 
ফাহাদের প্রাথমিক স্বীকারোক্তির ভিত্তিতে তিনি জানান, তিনি ফেসবুকে ফেইক আইডির মাধ্যমে এইচএসসিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহের স্ট্যাটাস দিতেন। প্রলোভন দেখিয়ে তিনি শিক্ষার্থীদের কাছ থেকে বিকাশে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন।
 
ফাহাদ বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র কাটছাঁট করে এবং বিভিন্ন গ্রুপ থেকে নমুনা সংগ্রহ করে ক্ষেত্র বিশেষে নিজেই প্রশ্নপত্র তৈরি করে আসল বোর্ড প্রশ্নপত্র বলে চালিয়ে দিতেন- জানান সারোয়ার বিন কাশেম।
 
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
পিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।