ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলন, ১১ ড্রেজার পুড়িয়ে ধবংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৩, এপ্রিল ৩, ২০১৮
চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলন, ১১ ড্রেজার পুড়িয়ে ধবংস জব্দকৃত ড্রেজার পুড়িয়ে ফেলা হচ্ছে

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ভারতীয় সীমান্ত গাজীপুর এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১১টি ড্রেজার  মেশিন জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এ সময় বিভিন্ন স্পট থেকে প্রায় ২৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

মঙ্গলবার (৩ এপ্রিল) বিকেলে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মোহাম্মদ ফারাবি এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, প্রশাসনের উপস্থিতি দেখতে পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

তবে ড্রেজার মেশিন জব্দ করা হয় ১১টি। পরে এগ‍ুলো পুড়িয়ে ফেলা হয়। এছাড়া জব্দকৃত বালুর মূল্য হবে প্রায় ৩ লাখ টাকা। এই বালু নিলামে বিক্রি করা হবে।

তিনি আরও জানান, এ অভিযান পরিচালনা শেষে গাজীপুর এলাকায় বিভিন্ন স্থান থেকে গণ উপদ্রব সৃষ্টি করে মাইক ব্যবহার করায় ৮/৯টি মাইক অপসারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।