ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

‍নৌবাহিনীর পরিচয়দানকারী ৫ ভুয়া সদস্যের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩০, এপ্রিল ৩, ২০১৮
‍নৌবাহিনীর পরিচয়দানকারী ৫ ভুয়া সদস্যের বিরুদ্ধে মামলা ‍নৌবাহিনীর ভুয়া সদস্য পরিচয়দানকারী আটক পাঁচ জন

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় নৌবাহিনীর ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে জেলেদের নৌকায় লুটের ঘটনায় আটক পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৩ এপ্রিল) মামলার বিষয়টি নিশ্চিত করে গলাচিপায় থানার উপ-পরির্দশন (এসআই) মো. জাকারিয়া বাংলানিউজকে বলেন, মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এরআগে মঙ্গলবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে খবর পান গলাচিপা থানাধীন এলাকায় একদল লোক নৌ-বাহিনীর পরিচয়ে বুড়াগৌরাঙ্গ নদীতে অভিযানের নামে জেলেদের নৌকা ও ট্রলারে লুটপাট চালাচ্ছে।

এসমন সংবাদের ভিত্তিতে পানপট্টি ইউনিয়নে গলাচিপা থানা পুলিশ অভিযানে যায়। এসময় নদী তীরবর্তী এলাকায় গিয়ে তারা দু’টি মোটরসাইকেল দেখতে পান। স্থানীয়ভাবে জানতে পারেন মোটরসাইকেল আরোহীরাই নদীতে অভিযান পরিচালনা করছে।

নৌবাহিনীর ভুয়া সদস্য পরিচয়দানকারীরা কিছু মাছ স্থানীয় ব্যবসায়ীদের কাছে বেচতে চাইলে সেই সুযোগে কৌশলে তাদের নদী থেকে তীরে আনে আটক করা হয়।

আটকরা হলেন- ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মোহাম্মাদ আলী প্রশান্ত (২৮), কুমিল্লার বুড়িংচর উপজেলার মো. রাসেল খান (২৯), পটুয়াখালীর গলাচিপা উপজেলার মো. জসিম হাওলাদার (২২), মো. মহিবুল্লাহ হাওলাদার (২৫) ও মো. সোহাগ আকন (১৮)।

আটকের সময় তাদের কাছ থেকে জেলেদের কাছ থেকে লুটকরা নগদ তিন হাজার টাকা, চারটি মোবাইল ফোর, দু’টি মোটরসাইকেল, আনুমানিক তিন মণ কারেন্ট জাল এবং প্রায় ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।