ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরিশালে ৩০ মণ জাটকাসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১২, এপ্রিল ৩, ২০১৮
বরিশালে ৩০ মণ জাটকাসহ আটক ৪ ১২০০ কেজি জাটকাসহ আটক ৪

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর সংলগ্ন কালাবদর নদীতে অভিযান চালিয়ে ৩০ মণ (১২০০ কেজি) জাটকাসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (০৩ এপ্রিল) কোস্টগার্ড (দক্ষিণ জোন) সিজি বেইস ভোলা কর্তৃক এ অভিযান চালানো হয়।

অভিযানে আটকদের বোট ও জাটকাসহ ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন আটক প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। এছাড়া জব্দ হওয়া জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।