ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বানিয়াচংয়ের হাওর এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৮, এপ্রিল ৩, ২০১৮
বানিয়াচংয়ের হাওর এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হাওর এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (০৩ এপ্রিল) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান।

জেলা পরিষদের সদস্য মনির হোসেন খান বাংলানিউজকে জানান, জেলা পরিষদের উদ্যোগে উপজেলার ৮টি খালের বিভিন্ন অংশে ১৮ কিলোমিটার খাল খনন করা হবে ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে।

এর মধ্যে ৫ লাখ টাকা ব্যয়ে কানি ঝিংরী খালের ৫ কিলোমিটার, ২২ লাখ টাকা ব্যয়ে সাউথ খালের ৪ কিলোমিটার, ১৫ লাখ টাকা ব্যয়ে রনশ্রী খালের ২ কিলোমিটার, ৩০ লাখ টাকা ব্যয়ে উণ্ডার পতিত খালের ৪ কিলোমিটার, ২২ লাখ টাকা ব্যয়ে বাঘদিঘীর খালের ২ কিলোমিটার, ২৫ লাখ টাকা ব্যয়ে গড়ের খালের ৩ কিলোমিটার, ১৮ লাখ টাকা ব্যয়ে ফুরফুরা খালের ২ কিলোমিটার এবং ১৫ লাখ টাকা ব্যয়ে কচুয়ার খালের ২ কিলোমিটার খনন করা হবে।

তিনি আরো জানান, এ খননের ফলে পানি নিষ্কাশন ও সেচের সুবিধা বৃদ্ধি পাবে। কৃষির উৎপাদন বাড়ার পাশাপাশি মাছের উৎপাদনও বাড়বে। নৌ পথে যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন ঘটবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের নেতা মর্তুজা হাসান, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেখাছ মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।