ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আড়াইহাজারে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২১, এপ্রিল ৩, ২০১৮
আড়াইহাজারে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মেঘনা নদীতে পড়ে নিখোঁজের তিনদিন পর কলেজছাত্র সেলিম মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। 

এর আগে, রোববার (০১ এপ্রিল) সকালে চাঁদপুরের মতলব উপজেলা বেলতলির লেংটা পাগলার মাজারে অনুষ্ঠিত ওরশ শরীফ থেকে ফিরছিলেন সেলিম। পথে ট্রলারযোগে মেঘনা পার হওয়ার সময় উপজেলার টেটিয়া এলাকায় নদীতে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হন।

সেলিম মিয়া উপজেলার ফতেপুর ইউনিয়নের বগাদী ব্রাহ্মনপাড়া এলাকার বাসিন্দা জালালউদ্দিন মিয়ার ছেলে। তিনি সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।  

খাগকান্দা নৌ-পুলিশ ফাড়িঁর ইনচার্জ আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সোনাকান্দা চরে মরদেহটি দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে আলাপ করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।