ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রামুতে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২১, এপ্রিল ৩, ২০১৮
রামুতে যুবককে কুপিয়ে হত্যা

কক্সবাজার: কক্সবাজারের রামুতে আব্দুর শুক্কুর (২৮) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (০৩ মার্চ) সকালে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা লামারপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শুক্কুর ওই এলাকার ওবায়দুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত ছুরি, কুড়াল ও লোহার রড় দিয়ে শুক্কুরের মাথায়, পিঠে, মুখের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

নিহতের স্ত্রী আরেফা অভিযোগ করেন, উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা লামারপাড়া এলাকার মৃত নাছির মোহাম্মদের ছেলে কলিম উল্লাহ (২৮), মৃত আলী আহমদের ছেলে এবাদুল্লাহ (২৪), মো. আলীর ছেলে নুরুল্লাহ (৩২) ও নুরুল ইসলামের ছেলে ফজর আলীসহ (২১) অজ্ঞাতনামা কয়েকজন তার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল আলম বলেন, শুক্কুর দেড় বছর পূর্বে ওই এলাকার ফরিদুল আলম নামে এক যুবককে কুপিয়ে দুটি পা কেটে দিয়েছিলেন।
 
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
টিটি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।