ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কারাবন্দি স্বামীকে মাদক দিতে গিয়ে স্ত্রীসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৮, এপ্রিল ৩, ২০১৮
কারাবন্দি স্বামীকে মাদক দিতে গিয়ে স্ত্রীসহ আটক ২ বাঁ থেকে কারাবন্দি মাদক বিক্রেতা সজলের স্ত্রী আটক সাদিয়া আক্তার ও ডানে বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল সুমন

বরিশাল: কারাবন্দি স্বামীর সঙ্গে দেখা করতে গিয়ে ইয়াবাসহ আটক হয়েছেন সাদিয়া আক্তার (২৪) নামের এক নারী। এ ঘটনায় ইয়াবা দিয়ে সহযোগিতা করায় বরখাস্ত হওয়া সুমন নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে।

আটক সাদিয়া বরিশাল নগরের কাউনিয়া এলাকার বাসিন্দা ও মাদক মামলায় কারাগারে থাকা সজলের স্ত্রী।

কারাগারের নিরপত্তা প্রহরীদের সূত্রে জানা যায়, বরিশাল কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা মাদক মামলার আসামি সজলের সঙ্গে দেখা করতে মঙ্গলবার (৩ এপ্রিল) দুপুরে তার স্ত্রী পরিচয় দিয়ে সাদিয়া আক্তার নামে এক নারী গেটে আসেন।

ভেতরে প্রবেশ করানোর সময় ইয়াসমিন নামে নারী প্রহরী তার ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ পিস ইয়াবার একটি প্যাকেট পান। বিষয়টি কোতোয়ালি মডেল থানায় জানানো হলে তারা ইয়াবাসহ সাদিয়াকে আটক করে পুলিশ।

তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে সাদিয়া জানায়, ইয়াবাগুলো সুমন নামে বরিশাল মেট্রোপলিটনের সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল তাকে দিয়েছে। তিনি কারাগারের আশপাশেই অবস্থান করছেন। পরে পুলিশ সুমনকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আতাউর রহমান বাংলানিউজকে বলেন, সুমনকে আটকের পর নগরের কালুশাহ সড়কে তার বাসায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে আরও ৪ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদী জব্দ করা হয়।

ওএখন পর্যন্ত যেটুক যানা গেছে, মাদক সংশ্লিষ্টতার ঘটনায় বরিশাল মেট্রোপটিন পুলিশের সদস্য সুমনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিলো বহু আগেই এবং আটক সাদিয়ার স্বামী সজল এক সপ্তাহ আগে ইয়াবাসহ আটক হয়ে মাদক মামলায় জেলহাজতে রয়েছেন— বলেন ওসি আতাইর রহমান।

এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি) নাছির উদ্দিন মল্লিক বাংলানিউজকে বলেন, সুমন ২০১৬ সালে মাদকসহ আটক হয়। সে সময় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সে বর্তমানে পুলিশ বাহিনীতে নেই।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।