ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরগুনায় কৃষকদের মধ্যে পাওয়ার টিলার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৮, এপ্রিল ৩, ২০১৮
বরগুনায় কৃষকদের মধ্যে পাওয়ার টিলার বিতরণ বরগুনায় কৃষকদের মধ্যে পাওয়ার টিলার বিতরণ

বরগুনা: বাংলাদেশ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ক্ষুদ্র চাষিদের জন্য কৃষি সহায়ক প্রকল্পের আওতায় বরগুনার ১০ জন কৃষকের মধ্যে ১০টি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।

বরগুনা সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মঙ্গলবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।

বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র শমভু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকের মধ্যে পাওয়ার টিলারগুলো বিতরণ করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্বাস হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।