বরগুনা সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মঙ্গলবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।
বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র শমভু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকের মধ্যে পাওয়ার টিলারগুলো বিতরণ করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্বাস হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এসআই