মঙ্গলবার (০৩ এপ্রিল) দুপুরে উলিপুর প্রেসক্লাব এবং রেল, নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির উদ্যোগে স্থানীয় শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- উলিপুর প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, বিশিষ্ট সমাজ সেবক সাজাদুর রহমান তালুকদার সাজু, ঢাকাস্থ উলিপুর সমিতির যুগ্ম আহ্বায়ক চন্দন সরকার, বাসদ নেতা সাঈদ আক্তার আমিন, গণকমিটির সভাপতি আপন আলমগীর, সাংবাদিক পরিমল মজুমদার প্রমুখ।
বক্তারা বলেন, বুড়ি তিস্তার উৎসমুখে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধের পাশাপাশি অবৈধ দখলদার বিভিন্ন জায়গায় স্থাপনা তৈরি করায় নদীটি ভরাট হয়ে গেছে। এতে বর্ষা মৌসুমে বুড়ি তিস্তার দু’পাশের জমিতে জমে থাকা বৃষ্টির পানি আটকে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। নষ্ট হচ্ছে ফসল।
সম্প্রতি কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ নদীটি দখলমুক্ত ও পানি প্রবাহ ফিরিয়ে আনতে একটি মেগা প্রকল্প তৈরি করেছে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন, খনন ও অবৈধ দখলমুক্ত করার জোর দাবিও জানান বক্তারা।
এর আগে, একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে থেতরাই হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এফইএস/এসআরএস