ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দাগনভূঁঞায় বাসচাপায় কিশোর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৬, এপ্রিল ৩, ২০১৮
দাগনভূঁঞায় বাসচাপায় কিশোর নিহত বাসচায় নিহত কিশোর সজীব

ফেনী: ফেনীর দাগনভূঁঞায় উপেজলার ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী একটি বাসের চাপায় মো. সজীব (১২) নামে কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (৩ এপ্রিল) দুপুরের দিকে ওই সড়কের স্বপন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব দাগনভূঁইয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উদরাজপুর গ্রামের ড্রাইভার সাহাবউদ্দিনের ছোট ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে ওই কিশোর সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় রায়পুর থেকে ছেড়ে আসা ‘নীল আচল’ নামে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয়।

দাগনভূঁইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজেক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এসএইচডি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।