ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

অষ্টগ্রামে পরিবার পরিকল্পনা অফিস ভবন উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৯, মার্চ ২৫, ২০১৮
অষ্টগ্রামে পরিবার পরিকল্পনা অফিস ভবন উদ্বোধন ভবনের উদ্বোধন করছেন রেজওয়ান আহাম্মদ তৌফিক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ হাওরের অষ্টগ্রাম উপজেলায় নবনির্মিত পরিবার পরিকল্পনা স্টোর কাম অফিস ভবনের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৫ মার্চ) দুপুরে নবনির্মিত এ ভবনের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এসময় উপস্থিত ছিলেন-অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জেমস, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিন, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শামছুল আলম প্রমুখ।

পরে নবনির্মিত ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।