ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২১, মার্চ ২৪, ২০১৮
রাজাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় মো. আবুল বাশার আকন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন অাহত হয়েছেন।

শনিবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার মোল্লারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবুল বাসার বাদশা আকন রাজাপুর উপজেলার চাড়াখালী গ্রামের মৃত মো. মোসলেম আলী আকনের ছেলে।

 

আহতরা হলেন- মোটরসাইকেল চালক মো. রাজা তালুকদার (২৮) ও অপর আরোহী সোহাগ (৩০)।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলটি রাজাপুর থেকে পিরোজপুরের উদ্দেশে যাওয়ার সময় বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আবুল বাসার বাদশা আকন ঘটনাস্থলেই নিহত এবং চালকসহ অপর এক আরোহী আহত হন। আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে সেখান থেকে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলা‌দেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।