ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

ডিইউজের আলোকিত বাংলাদেশ ইউনিটের কমিটি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, মার্চ ২২, ২০১৮
ডিইউজের আলোকিত বাংলাদেশ ইউনিটের কমিটি

ঢাকা: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) আলোকিত বাংলাদেশ ইউনিটের কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিকটির সিনিয়র রিপোর্টার মতলু মল্লিক ইউনিট চিফ ও সিনিয়র সাব এডিটর সিরাজুল ইসলাম ডেপুটি চিফ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ মার্চ) আলোকিত বাংলাদেশ কার্যালয়ে প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।

এর আগে আলোকিত বাংলাদেশের বার্তা বিভাগের শিফট ইনচার্জ (সেন্ট্রাল ডেস্ক) মিজানুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন পত্রিকাটির যুগ্ম বার্তা সম্পাদক মোহাম্মদ মোরশেদুল আলম, সিনিয়র সাব এডিটর শওকত রেজা, আতিকুর রহমান, সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন, সিনিয়র রিপোর্টার রিয়াজ উদ্দীন, মিজান রহমানসহ ইউনিটের সকল সদস্য এবং পত্রিকার অন্যান্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।