বুধবার (২২ মার্চ) রাতে রাজধানীর কুড়িল বিশ্বরোড, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, খামারবাড়ি মোড়ের বঙ্গবন্ধু চত্বর হয়ে আসাদগেট পর্যন্ত ঘুরে এ চিত্র দেখা গেছে।
জাতীয় সংসদ ভবনের চারপাশে টানানো হয়েছে লাল, নীল, সবুজ, হলুদ রং-বেরংয়ের বাতি।
বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে উপনীত হওয়ায় এই আয়োজন। একইসঙ্গে এই সাফল্য উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২২ মার্চ) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সরকার।
বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এএম/জেডএস