ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

মির্জাপুরে ৭০৪ বোতল ফেনসিডিলসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৮, মার্চ ২১, ২০১৮
মির্জাপুরে ৭০৪ বোতল ফেনসিডিলসহ বিক্রেতা আটক

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে ৭০৪ বোতল ফেনিসিডিলসহ রাকিবুল ইসলাম নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ মার্চ) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। রাকিবুল চুয়াডাঙ্গার দর্শনা এলাকার আলী আহসানের ছেলে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক বাংলানিউজকে বলেন, মেহেরপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার মহাসড়কের ওই স্থানে বিকল হয়ে পড়ে। এদিকে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মুন্সী ও বাবুল হোসেনের নেতৃত্বে মহাসড়কে পুলিশ টহল দিচ্ছিল। এসময় পুলিশ সন্দেহ করে প্রাইভেটকারটিতে তল্লাশি করে ৭০৪ বোতল ফেনসিডিল উদ্ধার এবং প্রাইভেটকারসহ রাকিবুলকে আটক করে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।