ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

ভিওআইপি’র অবৈধ সরঞ্জামসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৮, মার্চ ৭, ২০১৮
ভিওআইপি’র অবৈধ সরঞ্জামসহ আটক ৩

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ভিওআইপি কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ অবৈধ সামগ্রীসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-২।

মঙ্গলবার (০৬ মার্চ) রাতভর মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিংয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।  

আটককৃতরা হলেন- মোস্তাফিজুর রহমান (২৬), ওয়াসিফ হোসেন (২৬) ও নূর আলম মিয়া (২৭)।

এসময় তাদের কাছ থেকে বাংলালিংকের ৭০টি ও এয়ারটেলের ৫৫টি অনিবন্ধিত সিম, ১টি ল্যাপটপ, ১টি ইজয়েন সিম বক্স, ১টি পোর্ট ফাস্ট ইথারনেস্ট সুইচ, ১টি মনিটর, ১টি সিপিইউ, ২টি রাউটার, কিবোর্ড, মাউস, ৫টি মোবাইল ও ১টি ক্রেডিট কার্ড জব্দ করা হয়।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি ফিরোজ কাওসার বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।