ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

কম খরচের নতুন রাইড শেয়ারিং অ্যাপ ‘রেইডার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৫, মার্চ ৭, ২০১৮
কম খরচের নতুন রাইড শেয়ারিং অ্যাপ ‘রেইডার’

ঢাকা:  বাংলাদেশে তৈরি রাইড শেয়ারিং অ্যাপেই দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের অন্যান্য দেশে গাড়ি চলবে। সেই লক্ষ্যে বুধবার (০৭ মার্চ) থেকে ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জে যাত্রা শুরু করলো রাইড শেয়ারিং অ্যাপ ‘রেইডার’। অন্যান্য রাইড শেয়ারিংয়ের চেয়ে তূলনামূলক কম খরচে আসছে রেইডার।

রেইডারের যাত্রা শুরু উপলক্ষে বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘রেইডার রাইড শেয়ার এন্টারপ্রাইজ ইনকর্পোরেট লিমিটেড’।  

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মিনহাজুল আরেফিন রাসেল বলেন, আমরা এখনো তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন উন্নত দেশের ওপর অনেকাংশে নির্ভরশীল।

কিন্তু আমরাও যে পারি তা প্রমাণ করার দৃঢ় প্রত্যয় নিয়ে ‘রেইডার’ কাজ করে যাচ্ছে। এরইমধ্যে রেইডার যুক্তরাষ্ট্রের লাইসেন্স পেয়েছে এবং সুইজারল্যান্ডে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করেছে। আশা করছি আমরা বিদেশের মাটিতেও এ সার্ভিস খুব দ্রুত শুরু করতে পারবো।  

প্রতিষ্ঠানটির মুখপাত্র এম এম রহমান বলেন, আমাদের বাইকের ক্ষেত্রে ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি কিমি ১১ টাকা, যা অন্যান্য সেবা প্রতিষ্ঠান থেকে ১ টাকা কম। এছাড়া বেজ ফেয়ার ২৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত আমাদের রেজিস্টার্ড বাইকের সংখ্যা ৩০০ বেশি। গাড়ি রেজিস্ট্রেশনের জন্য আমাদের অফিসে আসার প্রয়োজন নেই। ঘরে বসে অনলাইনেই সম্ভব। আর চালকদেরও রেটিং থাকবে। রেটিংয়ে ৩-এর নিচে আসলেই সেই ড্রাইভার রেইডার থেকে বাদ পড়বেন। এর মাধ্যমে সেবার মান উন্নত রাখা সম্ভব।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গোলাম সারওয়ার বলেন, কানাডা এবং যুক্তরাষ্ট্রে আমাদের সার্ভিসের ব্যাপারে কাজ চলছে। দ্রুতই আমরা সেখানে চালু করতে পারবো বলে আশা করছি। তিনি আরও বলেন, শুধু ব্যবসায়িক মানসিকতা নিয়ে আমাদের পথ চলা নয়। ক্রীড়া ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতা করার মানসিকতাও আমাদের রয়েছে। এছাড়া যাত্রীদের সুবিধার্থে ‘জরুরি’ সার্ভিসও থাকছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, শিগগিরই আইওএস সিস্টেমের জন্য পাওয়া যাবে। উবারের পর রেইডারই প্রথম আইওএস ভার্সন নিয়ে আসছে বলেও দাবি করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।