ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

কক্সবাজারে টমটম উল্টে দুদকের সদস্য নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৫, মার্চ ৭, ২০১৮
কক্সবাজারে টমটম উল্টে দুদকের সদস্য নিহত

কক্সবাজার: কক্সবাজার শহরে টমটম (ইজিবাইক) উল্টে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদস্য এম সরওয়ার কামাল (৪৭) নিহত হয়েছেন।

বুধবার (৭ মার্চ) পৌনে বারটার দিকে শহরের ডায়বেটিস পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এম সরওয়ার কামাল পৌর এলাকার এক নং ওয়ার্ড সমিতিপাড়া এলাকার বাসিন্দা ও কক্সবাজার দুর্নীতি দমন কমিশনের সদস্য এবং বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদ কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমিতিপাড়া থেকে শহরে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইক খাদে পড়ে যায়। এ সময় ইজিবাইকের নিচে চাপা পড়েন এম সরওয়ার কামাল। এতে তিনি গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
টিটি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।