ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

শাবিপ্রবিতে হাজারো শিক্ষার্থীর কণ্ঠে জাতীয় সংগীত

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৮, মার্চ ৭, ২০১৮
শাবিপ্রবিতে হাজারো শিক্ষার্থীর কণ্ঠে জাতীয় সংগীত

শাবিপ্রবি: বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞানী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছে হাজারো শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বুধবার (০৭ মার্চ) সকালে এ জাতীয় সংগীত পরিবেশন করা হয়।  

এ সময় সাংস্কৃতিক সংগঠক, বিভিন্ন সংগঠনের সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা জাতীয় সংগীত গেয়ে অধ্যাপক জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদ জানান।

গত শনিবার (০৩ মার্চ) বিকেল ৫টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে তড়িৎ প্রকৌশল বিভাগের উৎসব চলাকালে জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।