ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

কুষ্টিয়ায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, মার্চ ৬, ২০১৮
কুষ্টিয়ায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের নিয়ামতবাড়ীয়ায় বসতবাড়ির আগুনে পুড়ে নুসরাত জাহান (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।

মঙ্গলবার (০৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নুসরাত জাহান উপজেলার চাঁদপুর ইউনিয়নের নিয়ামতবাড়ীয়া গ্রামের সুমন শেখের মেয়ে।

স্থানীয়রা জানান, বিকেলে চাঁদপুর ইউনিয়নের নিয়ামতবাড়িয়া এলাকার সুমন শেখের বসতবাড়ির রান্নার ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত বাড়ির বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় তিনটি ঘরসহ আসবাবপত্র। এ সময় ঘরে থাকা নুসরাত অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়। এর আগেই আগুনে পুড়ে যায় সব কিছু।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।