ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

বড়াইগ্রামে মাদকসেবীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৪, মার্চ ৬, ২০১৮
বড়াইগ্রামে মাদকসেবীর কারাদণ্ড বড়াইগ্রামে মাদকসেবীর কারাদণ্ড

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় হেরোইন সেবনের দায়ে দুলাল হোসেন (২৭) নামে এক যুবককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৬ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার পারভেজ এ দণ্ড দেন। দুলাল ববনপাড়া পৌরসভার কালিকাপুর পূর্বপাড়া মহল্লার আব্দুর সাত্তারের ছেলে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, বনপাড়া বাজারে হেরোইন সেবনরত অবস্থায় দুলালকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।