ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

মহাখালীতে অজ্ঞাত ব্যক্তির অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪০, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
মহাখালীতে অজ্ঞাত ব্যক্তির অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার

ঢাকা: রাজধানীর মহাখালীর আমতলী রেললাইন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির ছড়িয়ে-ছিটিয়ে থাকা অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে অঙ্গ-প্রত্যঙ্গগুলো উদ্ধার করা হয়।  

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক বাংলানিউজকে জানান, সকাল ১১টার দিকে ঢাকাগামী একটি ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে পরনের কাপড় আটকে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।

এসময় ওই এলাকার পথচারীরা অঙ্গ-প্রত্যঙ্গ ছড়িয়ে-ছিটিয়ে থাকা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া তার নাম-পরিচয় জানার চেষ্টাও করা হচ্ছে বলেও জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮ 
এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।