ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৩, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩ মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে আগ্নেয়াস্ত্র ও মদসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। 

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের নলবিলা পাহাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ছোট মহেশখালী সিপাহীর পাড়ার আবদু শুক্কুরের ছেলে সাইফ উদ্দীন (২২), একই এলাকার আব্দুল বাশরের ছেলে ফরিদ আলম (৩৫) ও বড় মহেশখালী দেবেঙ্গা পাড়ার আব্দুল মোনাফের ছেলে মো. মোবারক হোসেন (২৭)।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নলবিলা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তিনটি দেশীয় তৈরী একনলা লম্বা বন্দুক, চার রাউন্ড গুলি, ১০০ শত লিটার চোলাই মদ ও বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জামাদিসহ তিনজনকে আটক করা হয়।   

আটকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
টিটি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।