ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে যুবক খুনের ঘটনায় মামলা, আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৮, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
সিলেটে যুবক খুনের ঘটনায় মামলা, আটক ১

সিলেট: সিলেটে শিমুল দেব (৩২) নামে এক যুবক খুন হওয়ার ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এসএমপির কোতোয়ালি থানায় এ মামলা (৩১ (০২)’১৮) দায়ের করেন নিহতের ভাই নন্দন দেব।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বাংলানিউজকে বলেন, হত্যার ঘটনায় ফজল বখত নামে নিহতের এক বন্ধুকে গ্রেফতার করা হয়েছে।

এদিন বিকেলেই তাকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে নগরের সুবিদবাজারে শিমুলকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করেন দুর্বৃত্তরা। খবর পেয়ে রাত ২টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিমুল সুবিদবাজার মিয়া ফাজিল চিস্ত এলাকার সমরেশ দেবের ছেলে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘন্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।