ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

কোটা সংস্কারের দাবিতে পাবনায় শিক্ষার্থীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৭, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
কোটা সংস্কারের দাবিতে পাবনায় শিক্ষার্থীদের মানববন্ধন মানববন্ধন

পাবনা: ‘কোটা সংরক্ষণ বন্ধ কর, মেধাবীদের সুযোগ দাও’ এই স্লোগান নিয়ে ৫ দফা দাবিতে মানববন্ধন করেছেন পাবনার সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ গেটে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, মেধায় হবে ৯০ শতাংশ ও কোটায় ১০ শতাংশ।

বর্তমানে সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা ব্যবস্থা চালু রয়েছে। অপরদিকে, ৪৪ শতাংশ আমাদের। এই অসম কোটা ব্যবস্থার পরিবর্তন চাই।

এসময় শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি তুলে ধরে সকল প্রকার চাকরিতে নিয়োগে কোটা ব্যবস্থার সংস্কার করা, কোটা ব্যবস্থায় যোগ্য প্রার্থী না পেলে শূন্য পদগুলোতে মেধাবীদের সুযোগ দেওয়া, চাকরির নিয়োগ পরিক্ষায় কোটা সুবিধা একাধিক বার না করা, কোটা পূরণ না হওয়া শূন্য পদগুলোতে নিয়োগ করা, দেশের সংবিধান অনুসারে চাকরির জন্য সকল নাগরিকের সম-সুযোগ এবং সম-অধিকার নিশ্চিত করার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।