ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

সাইক্লিস্টদের সঙ্গে মতবিনিময় করলেন ভ্যান কুপেভেল্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩১, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
সাইক্লিস্টদের সঙ্গে মতবিনিময় করলেন ভ্যান কুপেভেল্ট ভ্যান কুপেভেল্টের মতবিনিময়

পঞ্চগড়: পঞ্চগড়ের সাইক্লিস্টদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নেদারল্যান্ডের সাইক্লিস্ট হার্ম ভ্যান কুপেভেল্ট।

রোববার (২৫ ফেব্রুয়ারি) পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, নেদারল্যান্ডের একটি ইউনিভার্সিটিতে পড়েন সাইক্লিস্ট ভ্যান কুপেভেল্ট।

এক বছরের একটি ছুটিতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন বিশ্ব ভ্রমণে। জুলাইয়ে নিজের দেশ থেকে যাত্রা শুরু করেন তিনি। এরপর প্রতিবেশী রাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো ভ্রমণ করে তিনি ভারত হয়ে নেপাল-ভুটান পেরিয়ে শনিবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রবেশ করেন বাংলাদেশে। পঞ্চগড়ে এসেই তিনি খোঁজ করেন এখানকার স্থানীয় সাইক্লিস্টদের। পেয়েও যান তাদের।  

রোববার মকবুলার রহমান সরকারি কলেজের মাঠে শুভেচ্ছা এবং অভিজ্ঞতা বিনিময় হয় তাদের মধ্যে। এসময় ভ্যান কুপেভেল্ট সাইক্লিস্টদের নানা টিপস দেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।