ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান তথ্য কমিশনারের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৩, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান তথ্য কমিশনারের তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা/ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: তথ্য অধিকার আইন ব্যবহার করে বাস্তব ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়িতে ‘তথ্য অধিকার আইন বিষয়ক’ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তথ্য কমিশনার বলেন, কোনো সংবাদের কারণে কারো সম্মানহানি হলে তিনি আইনের আশ্রয় নিতে পারবেন।

সব জনগণের কথা মাথায় রেখে তথ্য অধিকার আইন করা হয়েছে।

মানুষের জন্য ফাউন্ডেশন ও স্থানীয় তৃণমূল উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত তিনদিন ব্যাপী এ কর্মশালায় বিভিন্ন সরকারি, বেসরকারি ও সামাজিক সংগঠনের ২৫জন প্রতিনিধি অংশ নেন।

এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমার সভাপতিত্বে কর্মশালায় জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, মানুষের জন্য ফাইন্ডেশনের প্রতিনিধি জিয়াউল করিম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।