ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৮, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন

সিলেট: সিলেটে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে শিমুল দেব (৩২) নামে এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে নগরীর সুবিদবাজারের নুরানী আবাসিক এলাকার দস্তিদারদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ২টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

নিহত শিমুল দেব সুবিদবাজার মিয়া ফাজিল চিস্ত এলাকার সমরেশ দেবের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জের ধরে রাত ১২টার দিকে কয়েকজন যুবক শিমুলকে বাসা থেকে ডেকে নেয়। রাত সাড়ে ১২টার দিকে নৈশপ্রহরী দস্তিদারদীঘির ঘাটে মরদেহ দেখে মহানগরীর এয়ারপোর্ট থানায় খবর দেন।  

বিষয়টি নিশ্চিত করে সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশররফ হোসেন বাংলানিউজকে বলেন, নৈশ প্রহরীর খবরে রাত ২টার দিকে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।