ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে কারেন্ট জাল-জাটকাসহ আটক ৯ জনের দণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৩, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
বরিশালে কারেন্ট জাল-জাটকাসহ আটক ৯ জনের দণ্ড

বরিশাল: বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল ও জাটকাসহ আটক নয়জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বরিশাল সদর, হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা সংলগ্ন নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বরিশালের দক্ষিণ জোন কোস্টগার্ডের সিজি স্টেশন সূত্রে জানা গেছে, কন্টিনজেন্ট কমান্ডার ডিএস শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চলে।

অভিযানে ১ লাখ ৯০ হাজার মিটার কারেন্ট জাল ও ২ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। এসময় নয়জনকে আটক করা হয়।

আটকদের রাতেই বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন খান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

এসময় আদালতের বিচারক প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদণ্ড দেন।

জব্দ করা জাল ধ্বংস ও জাটকা নগরের বিভিন্ন এতিমখানা ও বোর্ডিংয়ে বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।