ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৮, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

বরিশাল: বরিশাল নদী বন্দর সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। যুবকের পরনে লাল রংয়ের চেক শার্ট রয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল নৌথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল হোসেন জানান, সকালে বন্দরের একতলা লঞ্চ ঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।

পরে নৌ-পুলিশের সদস্যরা কোতোয়ালি মডেল থানা পুলিশকে জানায়।

তিনি জানান, ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।