ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

লালবাগে ভবনের ছাদ ধসে আহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০০, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
লালবাগে ভবনের ছাদ ধসে আহত ২ লালবাগে ছাদ ধসে পড়া ভবনটি

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার লালবাগে পুরাতন একটি ভবনের ছাদ ধসে পথচারীসহ দুই ব্যক্তি আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

শনিবার (২৪ ফেব্রয়ারি) রাত ১০টা ২০ মিনিটে ভবনটির দ্বিতীয় তলার ছাদের একাংশ ধসে পড়ে।

বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের টেলিফোন অপারেটর বাবুল মিয়া।

তিনি জানান, পুরাতন ওই ভবনটি ভাঙার কাজ চলছিলো, রাতে কাজ বন্ধ ছিলো। রাত সোয়া ১০টার দিকে ভবনটির দ্বিতীয় তলার একাংশ ধসে পড়ে।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
এজেডএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।