ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

ছাত্রীর শ্লীলতাহানির দায়ে কিশোরের কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৮, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
ছাত্রীর শ্লীলতাহানির দায়ে কিশোরের কারাদণ্ড

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে ঢুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে আফজাল শরীফ (১৮) নামে এক বখাটে কিশোরকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।  

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সমর কুমার পাল এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত শরীফ উপজেলার ভবানীপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।  

রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আলম বাংলানিউজকে জানান, সকালে উপজেলার বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে ঢুকছিল এক ছাত্রী। এসময় শরীফ নামে এক বখাটে কিশোর ওই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করলে অন্য পরীক্ষার্থী এবং কেন্দ্রে দায়িত্বরত পুলিশ শরীফকে আটক করে।  

শরীফকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সে দোষ স্বীকার করায় আদালত তাকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেন। পরে আদালতের নির্দেশে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলেও জানান ওসি রুহুল আলম।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।