ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে জেএমবি সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৪, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
চাঁপাইনবাবগঞ্জে জেএমবি সদস্য আটক চাঁপাইনবাবগঞ্জে জেএমবি সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া এলাকা থেকে মোস্তফা জামাল নামে এক জেএমবি সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে বারঘরিয়া স্লুইচগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।  

মোস্তফা জামাল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সবুর খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বারঘরিয়া স্লুইচগেট এলাকায় ডিবি পুলিশ অভিযান চালায়। এসময় নাশকতা সৃষ্টির পরিকল্পনার বৈঠককালে ৫০০ গ্রাম গান পাউডারসহ জামালকে আটক করা হয়। এরআগে, পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।  

এ ব্যাপারে সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।