ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

সোনাগাজীতে চুরির অভিযোগে দুই রোহিঙ্গা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১২, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
সোনাগাজীতে চুরির অভিযোগে দুই রোহিঙ্গা আটক

ফেনী: ফেনীর সোনাগাজীতে মোবাইল ফোন চুরির অভিযোগে মোহাম্মদ জোয়াদ ও ফায়েজ হোসেন নামে দুই রোহিঙ্গা শরণার্থীকে আটকের পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সোনাগাজী পৌর শহর থেকে তাদের আটক করা হয়।  

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সোনাগাজী বাজারের একটি ওষধের  দোকান (ফার্মেসি) থেকে মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় ওই দুই রোহিঙ্গা শরণার্থী।

পরদিন ওই দু’জন বাজারে ঘোরাঘুরি করার সময় স্থানীয়রা তাদের আটক করে গণধোলাই দেয়।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে তাদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা বলে পরিচায় দিয়েছে।

তাদের নির্ধারিত ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
এসএইচডি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।