ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

গাজীপুরে যান চলাচলে ধীর গ‌তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৬, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
গাজীপুরে যান চলাচলে ধীর গ‌তি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়কে যানজট

গাজীপুর: গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল করছে ধীর গ‌তিতে। এতে হাজার হাজার যাত্রী সাধারণ চরমে দুর্ভোগে পড়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ার) সকাল থেকে প্রায় ১৫ কিলো‌মিটার যানজট সৃষ্টি হয়।

গাজীপুরে ১৫ কিলোমিটার যানজট

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা বাংলানিউজকে বলেন, চন্দ্রা-নবীনগর সড়কের গাজীপুরের জিরানী বাজার এলাকা থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক থেকে কালিয়াকৈর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

যানজটের কারণে হাজার হাজার যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে। পরে বেলা ১১টার দিকে যান চলাচল শুরু হয় ধীর গ‌তিতে।  

টাঙ্গাইলের দিকে কোনো যানবাহন যেতে না পাড়ায় দীর্ঘ এ যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল স্বাভা‌বিক করতে পু‌লিশ কাজ করছে বলেও জানান তিনি।  

মির্জাপুর গোড়াইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বাংলানিউজকে বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চার লেনের কাজ চলছে। এতে সড়কের বিভিন্ন স্থান কেটে ফেলায় ওইসব স্থানে এক লেন দিয়ে যানবাহন চলাচল করছে। ফলে সকাল থেকে গাজীপুর ও টাঙ্গাইলে দীর্ঘ যানজট দেখা দেয়।  

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮ 
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।