ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

লামায় ১৪ রোহিঙ্গা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩২, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
লামায় ১৪ রোহিঙ্গা আটক

বান্দরবান: বান্দরবানের লামায় অনুপ্রবেশ করার অভিযোগে ১৪ রোহিঙ্গাকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের মিশনঘাট এলাকা থেকে ৮টি মোটরসাইকেলে করে রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম মংপ্রুপাড়ায় পৌঁছলে স্থানীয়রা তাদের আটক করে।

এসময় ওই রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহযোগিতা করার অভিযোগে শাহাদ্দিন নামে এক যুবককে আটক করা হয়।

শাহাবুদ্দিন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং এলাকার বাসিন্দা।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, রুপসীপাড়া সেনা ক্যাম্প থেকে ফোনে বিষয়টি আমাদের জানানো হয়েছে। আটক রোহিঙ্গাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।