ঢাকা, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

মাদারীপুরে ট্রাকচাপায় দম্পতি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৯, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
মাদারীপুরে ট্রাকচাপায় দম্পতি নিহত

মাদারীপুর: মাদারীপুরের সপ্তম চীন মৈত্রী সেতুর টোল প্লাজার কাছে পিকআপ ভ্যানচাপায় এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। তারা রিকশা ভ্যানের যাত্রী।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-খুলনার পাইকগাছা উপজেলার রামনাথপুর গ্রামের ফারুক সরদার (৩৫) ও তার স্ত্রী শিউলী বেগম (২৮)।

 

আহতদের নাম জানা যায়নি। তাদের মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতরা ইটভাটার শ্রমিক বলে জানা গেছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বাংলানিউজকে জানান, দুপুরে সেতুর টোল প্লাজার কাছে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই দম্পতি। এসময় অপর দুই যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। গাড়িটি আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।