ঢাকা, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

দাউদকান্দিতে পিস্তলসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৬, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
দাউদকান্দিতে পিস্তলসহ আটক ২ পুলিশের হাতে আটক গিয়াস উদ্দিন ও বিল্লাল হোসেন/ ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় অস্ত্র ও গুলিসহ গিয়াস উদ্দিন ও বিল্লাল হোসেন নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার জিংলাতলির রায়পুর গ্রামের একটি বসত ঘরে অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়।

দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল ইসলাম মজুমদার বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করা হয়েছে।

 

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।