ঢাকা, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

খিলগাঁওয়ে সিএনজিচালক গুলিবিদ্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৪, ফেব্রুয়ারি ২২, ২০১৮
খিলগাঁওয়ে সিএনজিচালক গুলিবিদ্ধ

ঢাকাঃ রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানে  নাজমুল হোসেন (২২) নামের এক সিএনজিচালক গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি)  রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে  তার স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।

সিএনজি চালক নাজমুল পরিবার নিয়ে খিলগাঁও গোড়ান ৮ নাম্বার রোড এলাকায় থাকেন।

তার স্বজন আবুল কাশেম জানান, নাজমুল তার সিএনজি গ্যারেজে রেখে পায়ে হেঁটে ৮ নম্বর রোড দিয়ে ৯ নম্বর রোডে ফিরছিলেন। এ সময় অজ্ঞাত স্থান থেকে একটি গুলি এসে তার ডান পায় লাগে। দ্রুত তার স্বজনরা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যান।

তবে কে বা কারা গুলি ছুড়েছে তা জানাতে পারেননি গুলিবিদ্ধ সিএনজিচালক নাজমুল।  

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এক সিএনজিচালক গুলিবিদ্ধ হয়েছে বলে সংবাদ পেয়েছি। বিস্তারিত এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০০০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮

এজেডএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।