ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

দারুসসালামে নারীকে শ্বাসরোধে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৬, ফেব্রুয়ারি ২২, ২০১৮
দারুসসালামে নারীকে শ্বাসরোধে হত্যা

ঢাকা: রাজধানীর দারুসসালামে অজ্ঞাতপরিচয় (২৮) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাতে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, গুদারটেক এলাকায় একটি টিনশেড বাড়ি থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।  

প্রতিবেশীদের বরাত দিয়ে তিনি জানান, ৫ থেকে ৬ দিন আগে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে টিনশেড ঘরটি ভাড়া নেন দু’জন। ঘর মালিককে পুলিশ আটকের চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
এজেডএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।