ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় জামাই-শ্বশুর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১২, ফেব্রুয়ারি ২১, ২০১৮
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় জামাই-শ্বশুর নিহত

ব‌রিশাল: মাহফিল শেষে বাড়ি ফেরার পথে বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় জামাই ও শ্বশুরের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার উত্তর শোলক গ্রামের বাসিন্দা মফসের সিকদার (৮০) ও তার মেয়ে জামাতা হাপানিয়া গ্রামের সরোয়ার তালুকদার (৫৫)

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদৎ হোসেন।

তিনি জানান, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার কাছেমাবাদ মাদ্রাসা প্রাঙ্গণের বার্ষিক ওয়াজ মাহফিল শেষে মফসের ও তার মেয়ে জামাতা সরোয়ার বাড়ি ফিরছিল।

এসময় ওই মহাসড়ক পার হতে গিয়ে সাকুরা পরিবহনের একটি ঢাকাগামী যাত্রীবাহী  একটি বাস তাদের চাপা দেয়। এতে করে ঘটনাস্থলেই শ্বশুরের মৃত্যু হয়।   গুরুত্বর আহত অবস্থা জামাত সরোয়ারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার  তার মৃত্যু হয়।

এদিকে পুলিশ ঘাতক সাকুরা পরিবহনটিকে আটক করলেও চালক পালিয়ে গেছেন।

বাংলা‌দেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ২১, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।