ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

ধামরাইয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ধামরাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫০, ফেব্রুয়ারি ২১, ২০১৮
ধামরাইয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ধামরাই (ঢাকা): ঢাকার অদূরে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় বাসের চাপায় মো. টুটুল (৩২) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে বেসরকারি ওষুধ ফ্যাক্টরি একমির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত টুটুল মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার হরগজ গ্রামের মৃত জাহাজ আলীর ছেলে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাংলানিউজকে জানান, সকালে মোটরসাইকেলে করে ঢুলিভিটা থেকে ইসলামপুর যাচ্ছিলেন টুটুল। পথে ডুলিভিটা এলাকায় গাবতলী থেকে ছেড়ে আসা এস. বি. লিং পরিবহন নামে একটি বাস মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই টুটুলের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।