ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

দীঘিনালায় দুই পক্ষের গুলি ‍বিনিময়ে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২২, ফেব্রুয়ারি ২১, ২০১৮
দীঘিনালায় দুই পক্ষের গুলি ‍বিনিময়ে নিহত ১

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে দীঘিনালার ১ নম্বর যৌথ রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখনো পর্যন্ত নিহতের কোনো নাম-পরিচয় জানা যায়নি।


 
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে দীঘিনালার দুর্গম রাবার বাগান এলাকায় দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো ঘটনার বিস্তারিত জানা যায়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।