ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

শ্রেষ্ঠ সার্কেল পুরস্কার পেলেন এএসপি ফারুক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৫, ফেব্রুয়ারি ২০, ২০১৮
শ্রেষ্ঠ সার্কেল পুরস্কার পেলেন এএসপি ফারুক এএসপি মো. ফারুক হোসেন হাতে শ্রেষ্ঠ সার্কেল অফিসার পুরস্কার

বরিশাল: বরিশাল রেঞ্জের (বিভাগ) শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কার পেয়েছেন পটুয়াখালী জেলার বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক হোসেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বরিশাল নগরের কাশিপুরস্থ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বরিশাল রেঞ্জের সব জেলার জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভা শেষে এ পুরস্কার দেওয়া হয়।

এছাড়াও বাউফল থানার ওসি মো. মনিরুল ইসলামকে রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, ঝালকাঠি জেলা ডিবির পরিদর্শক মো. কামরুজ্জামান মিয়াকে রেঞ্জের শ্রেষ্ঠ ডিবি অফিসার, বরিশালের বাকেরগঞ্জ থানার এসআই (নি.) শেখ মো. জাহিদুল আলমকে রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকালী অফিসার, পিরোজপুর জেলার নাজিরপুর থানার এসআই (নি.) মানিক লাল হালদারতে রেঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ও বরিশাল জেলার বানারীপাড়া থানার এসআই (নি.) মো. শহিদুল ইসলামকে রেঞ্জের শ্রেষ্ঠ বিট অফিসারের পুরস্কার দেওয়া হয়।

অপরাধ পর্যালোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম।

এ সময় বরিশালের অতিরিক্ত ডিআইজি মো. আজাদ মিয়া, ডিআইজি অফিসের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদসহ বরিশাল রেঞ্জের সব পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।