ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

চুয়াডাঙ্গা সীমান্তে ৩ বাংলাদেশি আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫০, ফেব্রুয়ারি ২০, ২০১৮
চুয়াডাঙ্গা সীমান্তে ৩ বাংলাদেশি আটক

চুয়াডাঙ্গা: অবৈধভাবে ভারতে গিয়ে কারাভোগের পর দেশে ফেরার পথে তিন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে চুয়াডাঙ্গার জীবননগরের বেণীপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয় হয়।

আটকরা হলেন- জেলার কলারোয়া থানার আনসার আলী মোড়লের ছেলে জাকির হেসেন (২৬), একই থানার মৃত বাকের আলী শেখের ছেলে জিয়া শেখ (২৮) ও কালিগঞ্জ থানার সিদ্দিকুর রহমানের ছেলে সুজন গাজি (২০)।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বাংলানিউজকে জানান, আটকরা ভারতে চার মাস কারাভোগের পর দেশে ফিরছিলেন। এসময় বেণীপুর সীমান্ত থেকে তাদের আটক করে বিজিবি সদস্যরা। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।